কোর্স পলিসি ও রিফান্ড নীতি

ChemistryWalah এর শর্তাবলী ও নীতিমালা

শর্তাবলী (Terms & Conditions)

১. কোর্স এনরোলমেন্ট

  • কোর্সে ভর্তি হওয়ার পর আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন।
  • একটি অ্যাকাউন্ট শুধুমাত্র একজন ব্যক্তি ব্যবহার করতে পারবেন।
  • অ্যাকাউন্ট শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণ হতে পারে।

২. পেমেন্ট

  • সকল পেমেন্ট বাংলাদেশী টাকায় (BDT) করতে হবে।
  • পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে কোর্স অ্যাক্সেস দেওয়া হবে।
  • ম্যানুয়াল পেমেন্ট (bKash/Nagad) এর ক্ষেত্রে অ্যাডমিন অনুমোদনের পর অ্যাক্সেস পাবেন।

৩. কন্টেন্ট ব্যবহার

  • সকল কোর্স কন্টেন্ট শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষার জন্য ব্যবহার করা যাবে।
  • ভিডিও, স্লাইড বা অন্য কোনো কন্টেন্ট ডাউনলোড, শেয়ার বা পুনরায় বিতরণ করা নিষিদ্ধ।
  • কপিরাইট লঙ্ঘন আইনত দণ্ডনীয় অপরাধ।

৪. ফেসবুক আইডি পরিবর্তন

  • কোর্স কেনার পর ফেসবুক আইডি পরিবর্তন করা যাবে না।
  • প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য একই ফেসবুক আইডি ব্যবহার করতে হবে।
  • আইডি পরিবর্তনের কারণে গ্রুপ থেকে বাদ পড়লে পুনরায় যুক্ত করা হবে না।

৫. কোর্স আপডেট

  • ChemistryWalah যেকোনো সময় কোর্স কন্টেন্ট আপডেট বা পরিবর্তন করার অধিকার রাখে।
  • নতুন কন্টেন্ট যুক্ত হলে এনরোল করা শিক্ষার্থীরা বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।

রিফান্ড নীতি (Refund Policy)

⚠️ গুরুত্বপূর্ণ: কোর্স ফি কোনোভাবেই রিফান্ড করা হবে না।

রিফান্ড না হওয়ার কারণসমূহ:

  • কোর্স কেনার আগে ডেমো ক্লাস দেখার সুযোগ দেওয়া হয়।
  • কোর্সের সম্পূর্ণ বিবরণ ও কন্টেন্ট লিস্ট দেওয়া থাকে।
  • পেমেন্ট করার আগে শর্তাবলী মেনে নিতে হয়।
  • ডিজিটাল প্রোডাক্ট হওয়ায় রিফান্ড প্রযোজ্য নয়।

ব্যতিক্রম:

  • যদি পেমেন্ট করার পরও কোর্স অ্যাক্সেস না পান (৪৮ ঘণ্টার মধ্যে)।
  • টেকনিক্যাল সমস্যার কারণে কোর্স দেখতে না পারলে (প্রমাণসহ)।
  • ডুপ্লিকেট পেমেন্ট হয়ে গেলে।

এই ক্ষেত্রে support@chemistrywalah.com এ ইমেইল করুন।

সাপোর্ট:

যেকোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:

  • ইমেইল: support@chemistrywalah.com
  • ফেসবুক: ChemistryWalah
  • ফোন: +880 1XXX-XXXXXX

দ্রষ্টব্য: কোর্স কেনার মাধ্যমে আপনি এই শর্তাবলী ও রিফান্ড নীতি মেনে নিচ্ছেন। ChemistryWalah যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন করার অধিকার রাখে।